About School

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়টি জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভূইয়া, পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) ১ জানুয়ারি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন। একই তারিখে অফিসিয়ালী স্বীকৃতি এবং ১ জুন ১৯৮৭ সালে MPO ভূক্ত লাভ করে। প্রতিষ্ঠানটির EIIN নম্বর ১০৫৩৬২। ই-মেইল: bgambhs010186@gmail.com

ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থা: বিদ্যালয়টি গ্রাম বড় গোবিন্দপুর, চান্দিনা পৌরসভা-এর ৬নং ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণপাশে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। অত্র বিদ্যালয়ের জমির পরিমাণ ১.৪৭ একর।