বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়টি জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভূইয়া, পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) ১ জানুয়ারি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন। একই তারিখে অফিসিয়ালী স্বীকৃতি এবং ১ জুন ১৯৮৭ সালে MPO ভূক্ত লাভ করে। প্রতিষ্ঠানটির EIIN নম্বর ১০৫৩৬২। ই-মেইল: bgambhs010186@gmail.com
ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থা: বিদ্যালয়টি বড় গোবিন্দপুর গ্রাম, চান্দিনা পৌরসভা-এর ৬নং ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণপাশে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। অত্র বিদ্যালয়ের জমির পরিমাণ ১.৪৭ একর।
শিক্ষা কাঠামো ও সহায়তা: বিদ্যালয়টি মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শিক্ষা তিনটি বিভাগে পাঠ দান করে। এটি JSC ও SSC পর্যায় কুমিল্লা বোর্ডের অন্তর্ভুক্ত। প্রতি বছর JSC ও SSC পরীক্ষায় কাঙ্খিত ও প্রত্যাশিত ফলাফল অর্জন করে।
বিদ্যালয়ে স্কাউট, গার্লস গাইড দল, সততা ষ্টোর, ডিবেটিং ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, রোবটিক্স ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়; বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং সামাজিক কার্যক্রম পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম অর্জর করে।
অত্র বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মেডিকেল, বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী অধ্যয়নরত এবং অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
Total Visitors:
Current Users: