পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে প্রতিটি কাজ শুরু করবে।
মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধাভক্তি করবে এবং সালাম দেবে, আর ছোটদের স্নেহ করবে। বৃদ্ধ-বৃদ্ধা, অসহায়, দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবে।সদা সত্য কথা বলবে, সৎ কাজ করবে এবং অসত্ য ও অন্যায় কাজ থেকে বিরত থাকবে। নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলবে। সাফল্যের উচ্চ শিখবে আরোহণের জন্য অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে। পড়া শিখে ও বাড়ির কাজ করে পরিস্কার পরিচ্ছন্ন স্কুল ড্রেস পরিধান করে নিয়মিত স্কুলে আসবে। জাতীয় সংগীত, শপথ বাক্য ও প্রার্থনা শুদ্ধ উচ্চারণে মুখস্থে করবে। অশালীন কথা ও অভদ্র আচরণ পরিহার করবে। বখাটে ও উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশবে না। বিদ্যালয়ের সকল নিয়ম মেনে চলবে। এর ব্যতিক্রম হলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। স্কুল ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে ময়লা-আবর্জনা, টিফিনেরবর্জ্য যেখানে সেখানে না ফেলে সংরক্ষিত স্থানে রাখবে। শ্রেণিকক্ষের দেয়ালে ও বেঞ্চে কোন প্রকার দাগ দিবে না এবং লিখবে না। সহপাঠী কিংবা অন্যান্য ছাত্রদের সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ কিংবা ঝগড়া-বিবাদ করবে না। ল্যাবরেটরির যন্ত্রপাতি বা স্কুলের সম্পদ নিষ্ট করবে না। কাউকে নষ্ট করতে দেখলে বাধা দিবে এবং তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষকে জানাবে।
স্কুলে উদযাপিত অনুষ্ঠানসমূহে যথাসময়ে উপস্থিত হয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সর্বাত্মক চেষ্টা চালাবে। পাঠের প্রয়োজনীয় উপকরণ তথা বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি নিয়ে স্কুলে আসবে। স্কুলে ডায়েরি, পাঠোন্নতি বিবরণী ও বেতন কার্ড- এর কোনো লেখা, নম্বর ইত্যাদির উপর কোনো প্রকার ঘষা-মাজা করলে বা তুলে ফেলার চেষ্টা করলে অথবা শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের স্বাক্ষর নকল করলে তাকে কঠোর শাস্তি প্রদান এবং ক্ষেত্র বিশেষ বহিষ্কার করা হবে।
স্কুল ডায়েরি হারিয়ে গেলে নির্ধারিত টাকা জমা দিয়ে শ্রেণি শিক্ষক থেকে নতুন ডায়েরি সংগ্রহ করতে হবে।
কোনো ছাত্রের উপস্থিতি ৮০% এর কম হলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। শহিদ মিনারে জুতা নিয়ে উঠা ও আড্ডা দেয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
স্কুল ড্রেস
ছেলেদের জন্য: মেয়েদের জন্য:
১। সাদা শার্ট ১। সবুজ জামা (কামিজ) ফুলহাতা
২। নেভীব্লু প্যান্ট ২। সাদা সেলোয়ার
৩। সাদা ক্যাডস (জুতা) ৩। কোমরের সাদা বেল্ট
৪। নেভী ব্লু সোয়েটার (শীতকালে) ৪। সাদা ক্রস বেল্ট (উড়না)
৫। সাদা স্কার্ফ
৬। সাদা ক্যাডস (জুতা)
৭। নেভী ব্লু সোয়েটার (শীতকালে)
Total Visitors:
Current Users: