HEAD TEACHER (ACTING)



সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ

আসসালামু আলাইকুম।

মানবজীবনের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা। শিক্ষা কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং সৎ, পরিশ্রমী, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলিতে গড়ে ওঠার জন্য অপরিহার্য। আমাদের বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক ও মানসম্মত শিক্ষার আলোয় আলোকিত মানুষ করা।

আমাদের শিক্ষকবৃন্দ সর্বদা চেষ্টা করে যাচ্ছেন যাতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের সীমারেখা ছাড়িয়ে বাস্তব জীবনের জ্ঞান ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী আলাদা প্রতিভার অধিকারী; তাই শিক্ষা শুধু মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে, তাদের প্রতিভা বিকাশের দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সততা, ন্যায়-নিষ্ঠা, পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমই সফল জীবনের মূল চাবিকাঠি। তোমরা জ্ঞানের আলোয় নিজেদের জীবন আলোকিত করে নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখবে—এই প্রত্যাশা রাখি। তোমরা স্কুল ডায়েরিতে যেসব নির্দেশনাবলি রয়েছে তা মেনে চলবে।

মহান আল্লাহ তা’য়ালার নিকট সকলের মঙ্গল কামনা করছি।