Founder's Message




শিক্ষাই একমাত্র মাধ্যম যা মানুষকে অগ্রগতির দিকে ধাবিত করে। মানুষের মাঝে নিহিত সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। সুশিক্ষিত মানুষ হিসেবে বিকশিত করার জন্য প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের দেবে আলোর দিশা। আলোকিত মানুষ সৃষ্টির জন্য এ শিক্ষায়তন প্রতিষ্ঠা করা হয়েছে। "সত্য ও সুন্দরে সদা অবিচল" আমাদের শ্লোগান। আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টাই আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস। Quality Education for New Generation নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করা, মেধা ও মননে বিকশিত করে সেরাদের সেরা করাই আমাদের প্রতিজ্ঞা। শিখন-শেখানো পরিবেশ নিশ্চিত করণে ও সহ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিদালয়ের সম্মুখে বিরাট মাঠ, বাগন তৈরী, মসজিদ নির্মাণ, ও একাডেমিক ভবনের সম্প্রসারণ আমাদের দুঢ় প্রতিজ্ঞা। পরিশেষে যাঁদের বুদ্ধি, পরামর্শে, শ্রমে ও পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি এ পর্যন্ত এগিয়ে এসেছে এবং তাদের মধ্যে যারা দুনিয়ায় বেঁচে নেই সকলের জন্য পরম করুনাময়ের কাছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

ধন্যবাদান্তে-

মোহাম্মদ খলিলুর রহমান ভূইয়া, পি.পি.এম. পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত)

প্রতিষ্ঠাতা

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়

চান্দিনা, কুমিল্লা।